🔄 রিফান্ড ও রিটার্ন পলিসি (Refund and Returns Policy)
Priyoshi Fabrics সবসময় চেষ্টা করে গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে। তবে কিছু নিয়ম মেনে পণ্য রিটার্ন ও রিফান্ড প্রক্রিয়া পরিচালিত হয়।
✅ পণ্য রিটার্ন করার শর্তাবলী:
রিটার্ন করতে হবে পণ্য গ্রহণের ৩ দিনের মধ্যে।
পণ্য হতে হবে অব্যবহৃত ও অক্ষত অবস্থায়।
সাথে থাকতে হবে মূল ইনভয়েস এবং প্যাকেজিং।
কালার ভ্যারিয়েশন বা মনঃপূত না হওয়ার কারণে রিটার্ন গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র ড্যামেজ বা ভুল প্রোডাক্ট হলে।
💰 রিফান্ড নীতি:
রিটার্ন চেক করার পর ৭ কর্মদিবসের মধ্যে রিফান্ড প্রদান করা হবে।
রিফান্ড হবে একই মাধ্যম ব্যবহার করে যেখান থেকে পেমেন্ট করা হয়েছিল।
ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে রিফান্ড হতে পারে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে।
⚠ যে সকল ক্ষেত্রে রিটার্ন ও রিফান্ড প্রযোজ্য নয়:
ব্যবহার করা বা ধোয়া পণ্য।
বিশেষ অফার/ডিসকাউন্ট প্রোডাক্ট।
গ্রাহকের ভুল ঠিকানা বা তথ্যের কারণে সমস্যা হলে।
📞 যোগাযোগ করুন:
রিটার্ন ও রিফান্ড নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ থাকলে, আমাদের সাথে যোগাযোগ করুন:
📱 ফোন: +880 1340 614 979
📧 ইমেইল: info@priyoshifabrics.com
Priyoshi Fabrics সবসময় আপনার পাশে। আস্থার সাথে কেনাকাটা করুন!